দেশের সময় ওয়েবডেস্কঃ কয়েক দিন আগেই সাতগাছিয়ার সভা থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভাইপো না বলে নাম বলুন।” এও বলেছিলেন, “বুকের পাটা থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলুন, টানতে টানতে কোর্টে নিয়ে যাব!”
কিন্তু রবিবার দুপুরে নাম না নিয়ে ফের ‘ভাইপো’ বলেই ফের আক্রমণ শানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুদিন উপলক্ষ্যে রেড রোডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন কৈলাস। সেখানেই তিনি বলেন, “বাংলায় আম্বেদকরের সংবিধান চলে না। এখানে ভাইপোর সংবিধান চলে। কুর্শিতে দিদি বসে আছেন কিন্তু রাজ্য চালাচ্ছেন ভাইপো।”
এখানেই থামেননি মধ্যপ্রদেশের এই নেতা। তাঁর কথায়, “ভাইপোর ২৫ লাখের চশমা, ৭৫ হাজারের জুতো। আর দিদির জুতো ৭৫ টাকার।” বহিরাগত ইস্যু নিয়ে কৈলাস বলেন, “আমরা বহিরাগত? দেশের প্রধানমন্ত্রী বহিরাগত? আর যে রোহিঙ্গারা এসে সন্ত্রাস চালাচ্ছে তারা কে হয়?” কৈলাস বলেন, “ভাইপো বলতে কাকে বোঝানো হচ্ছে বাংলার মানুষ সব জানেন।”
নাগরিকত্ব আইন প্রয়োগের বিষয়েও সরব হন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাঁর কথায়, “আইন যখন একবার হয়ে গিয়েছে,তখন প্রয়োগ হবেই।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, “একটু ধৈর্য ধরুন। আগামী বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নাগরিকত্ব পাবেন।’’ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ২০০-র বেশি আসন পাবে বলে দাবি করেন মুকুলবাবু।
বিজেপি এসসি মোর্চার ডাকে সভা ছিল এদিন। এসসি মোর্চার সভাপতি দুলাল বর বলেন, ” বিধানসভা ভাঙচুরের সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইলাইট করেছিলাম। যে পাপ আমি সিপিএমের বিরুদ্ধে করেছি তৃণমূলকে হারিয়ে তার প্রায়শ্চিত্ত করতে চাই।”