দেশের সময় ওয়েবডেস্কঃ বিজয়া দশমীতে বাংলার সঙ্গে তাঁর আত্মিক টানের ফের পরিচয় রাখলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি দুর্গার এক অপূর্ব পেইন্টিং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। দুর্গাটি আঁকার সময় শিল্পীর যে ভাবধারা তাতে ফুটে উঠেছে, তা আরও অনবদ্য।
বিগ বি তাঁর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন শিল্পীর অপূর্ব সৃষ্টি। ছবির সেই দুর্গা প্রতিমাকে ঘিরে রয়েছে কলকাতার সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত নানা জিনিস। দুর্গার মুকুটের ব্যাকড্রপে একইসঙ্গে তুলে ধরা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও হাওড়া সেতু।
এ ছাড়াও মুকুটে শোভা পাচ্ছে একটি ফুটবল। আর তার দুপাশে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পতাকা। দুর্গার দুটি চোখকে তৈরি করা হয়েছে দুটি ইলিশ মাছের আদলে। দেবীর নথে লেখা নন্দন। কানের ঝুমকোয় ঢুলছে দুটি রসগোল্লার হাঁড়ি। দুর্গার মুর্তিতেই অনবদ্য কায়দায় তুলে ধরা হয়েছে, কলকাতার টানা রিকশা, ফ্লাইওভার, ট্রাম ও হলুদ ট্যাক্সিকে।
https://m.facebook.com/story.php?story_fbid=3846570295376731&id=449082841792177
ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘এক শিল্পীর কল্পনা…কলকাতার যদি মুখ থাকত…উপর থেকে: ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, দুর্গা পুজো, ফুটবল ও দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান, মিষ্টি দই, ইলিশ মাছ, নন্দন ফিল্ম সেন্টার ও কালচারাল সেন্টার (নথ), কানের দুলে দু হাঁড়ি রসগোল্লা, ট্রাম, রিকশা, ফ্লাইওভার ও হলুদ ট্যাক্সি…ওয়াও।’
বলিউডের শাহেনশার এই পোস্ট আবেগঘন করে দিয়েছে বাঙালিকে। পোস্টটি করার কিছু সময়ের পরেই তা ভাইরাল হয়ে যায়। হাজারেরও বেশি শেয়ার ও ২৫০০০-এর বেশি লাইক ইতমধ্যেই পড়েছে। এক ইউজার লিখেছেন, ‘ধর্ম, সংস্কৃতি, খাওয়া-দাওয়া, ভূগোল ও ইতিহাসের অনবদ্য মেলবন্ধন। শিল্পী কলকাতার এক আদর্শ বাঙালি।’