করোনা লাগামছাড়া কেন, প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

0
306

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই সংক্রামিত হয়েছেন ১ লাখ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২৮০০ জনের। যদিও তার মধ্যে ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। গত কয়েক দিনে রাজ্যে দৈনিক সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সেইসঙ্গে হাওড়া ও হুগলিতেও প্রকোপ কম নয়। আর এই তিন জেলার কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে এই তিন জেলার করোনা পরিস্থিতির কথা তুলে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। কিন্তু কেন? স্থানীয় প্রশাসন আদৌ যত্ন নিচ্ছে তো?” শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় করোনায় মৃত্যুর কথাও তোলেন তিনি। বলেন, উত্তর ২৪ পরগনা ও হাওড়াতে মৃত্যুহার এখনও যথেষ্ট বেশি রয়েছে। প্রসঙ্গত উত্তর ২৪ পরগনায় মৃত্যুহার ২.২ শতাংশ ও হাওড়াতে মৃত্যুহার ২.৭ শতাংশ। হুগলি জেলাতেও করোনা মোকাবিলায় ঠিকমতো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

অবশ্য হাওড়া ও হুগলির থেকেও উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের উপর ক্ষোভ বেশি মুখ্যমন্ত্রীর। তার অন্য আর একটা কারণ হল সেখানকার ডেঙ্গু পরিস্থিতি। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর ২৪ পরগনায় প্রতিবছর কেন এত বেশি ডেঙ্গি হচ্ছে? পুরো এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে না কেন? কোথায় গাফিলতি হচ্ছে তা দেখে সেটা মেটাতে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরে উত্তর ২৪ পরগনার প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলার ২৬টি পুরসভায় নিয়ম মেনে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে কোথাও জমায়েত না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, এই বছরে সেখানে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম। কারণ, আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী দিনে আরও নজরদারি চালানো হবে বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত রবিবারের বুলেটিন জানিয়েছে, উত্তর ২৪ পরগনায় নতুন করে ৬৯৬ জন আক্রান্ত হয়েছেন একদিনে যা কলকাতার থেকে অনেকটাই বেশি। এই জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যু হয়েছে ৬৪৭ জনের। অন্যদিকে হাওড়া ও হুগলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৫৯ ও ১৮০ জন। মৃত্যুও হয়েছে যথাক্রমে ৫ ও ৬ জনের। হাওড়ায় মোট আক্রান্ত ১২ হাজার ৩৫২ জন। মৃত্যু হয়েছে ৩২৯ জনের। হুগলিতে মোট ৬৭০৮ জন আক্রান্ত হয়েছেন। ১০৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

Previous articleছাত্রদের কথা ভাবুন ‘জয়েন্ট-নিট পরীক্ষা স্থগিত করুন,আর্জি মুখ্যমন্ত্রীর
Next article‘সবুজসাথী’ বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here