আর্সেনালে সই করলেন উইলিয়ান

0
366

দেশের সময়: তিন বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারউইলিয়ান। চেলসির সঙ্গে চুক্তি শেষহয়ে গিয়েছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। তারপরই ক্লাব ছাড়ারসিদ্ধান্ত নেন তিনি।
এই মিডফিল্ডারকে দলে পেয়ে খুশিআর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। তিনি বলেন, ‍‍‘আমরা গতকয়েক মাস ধরেই উইলিয়ানকে দলেনেওয়ার চেষ্টা করছিলাম। অ্যাটাকিংমিডফিল্ড এবং উইংয়ে শক্তি বাড়ানোরলক্ষ্য ছিল। তিন-চারটে পজিশনেখেলতে পারে উইলিয়ান।’ আর্সেনালে১২ নম্বর জার্সি গায়ে খেলবেনউইলিয়ান।
সদ্য সমাপ্ত মরশুম ভালোই কেটেছেউইলিয়ানের। চেলসির হয়ে সবপ্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচখেলেছেন। গোল করেছেন ৯টি। যারমধ্যে চার গোল করেছেন  করোনার পরে নতুন করে  প্রিমিয়ার লিগ শুরুহওয়ার পর। ২০১৩ সালে চেলসিতেযোগ দিয়েছিলেন উইলিয়ান। ক্লাবে যোগ দেওয়ার পরে ৩৩৯ ম্যাচ খেলে৬৩ গোল করেছেন তিনি। নতুন ক্লাবআর্সেনালের বিপক্ষেই কেরিয়ারে সবথেকে ২১ ম্যাচ খেলেছেন তিনি।উইলিয়ানকে নিয়ে আগ্রহ ছিলবার্সেলোনা এবং ডেভিড বেকহ্যামেরইন্টার মায়ামিরও। চেলসিও অবশ্যউইলিয়ানকে রেখে দিতে চেয়েছিল।কিন্ত রাজি হননি উইলিয়ান।

Previous articleইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল জার্মানির লাইপজি
Next articleলাইভ:স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here