দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যোগ দেবেন না তা আগেই জানা গিয়েছিল। বুধবার দেখা গেল বাংলার কোনও প্রতিনিধিই ছিলেন না ওই বৈঠকে। এ ব্যাপারে বিকেলে.নবান্নের সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, “একটা মিটিংয়ে গেলাম কি না গেলাম তাতে বাংলার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে নাকি? আজকে বাংলাকে ডাকেনি। দেখবেন বাংলা একদিন সবাইকে ডাকবে।” তিনি আরও বলেন, “বাংলার মানুষ মাথা উঁচু করে চলতে জানে। সম্মান নিয়ে বাঁচতে জানে। ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’।”
প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রীর কথায় বিরক্তি ঝরে পড়ে। তিনি বলেন, “হয়তো তাঁরা প্রয়োজন মনে করেননি তাই ডাকেননিআমি তাই নিয়ে ঝগড়া করতে চাই না। আমি মনে করি এখন মানুষের লড়াই করাটাই বড় কাজ।”
এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “বাংলাকে ডাকা হয়নি কে বলেছে। সব রাজ্যের মতো বাংলাকেও ডাকা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী শুনবেন না। শুধু বলবেন। তাই যাননি। প্রতিনিধিও পাঠাননি। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় কাঠামোই মানেন না।”
বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আক্রমণের সুর আরও খানিকটা চড়িয়ে বলেন, “এটাই যদি আমপানের টাকা পয়সা নিয়ে মিটিং হতো মুখ্যমন্ত্রী চলে যেতেন। আসলে গোটা তৃণমূল দলটাই টাকা পয়সার বাইরে আর কিচ্ছু বোঝে না।”
করোনা পরিস্থিতি নিয়ে গত কাল ও আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য আরও ১৪টি রাজ্যের সঙ্গে আজ ছিল বাংলার দিন। গতকাল পর্যন্ত খবর ছিল, মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ না দিলেও স্বরাষ্ট্রসচিব বা মুখ্যসচিব রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এদিন দেখা গেল.সেসবের বালাই নেই। নবান্নে.মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নিয়ে যে বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন রাজীব সিনহা এবং আলাপন বন্দ্যোপাধ্যায়।