নিয়ন্ত্রণে রয়েছে চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি:সেনাপ্রধান

0
702

দেশের সময় ওয়েবডেস্কঃ চিনের সঙ্গে এই মুহূর্তে সীমান্ত নিয়ে কোনও সমস্যা নেই বলেই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এম এম নারাভানে। গত কয়েক দিন ধরে দু’দেশের সেনার উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলোচনার মাধ্যমে রফাসূত্র বেরিয়েছে বলেই জানিয়েছেন তিনি।

শনিবার সংবাদসংস্থা এএনআইকে সেনাপ্রধান বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করে বলতে চাই চিনের সঙ্গে সীমান্ত নিয়ে আমাদের যা যা সমস্যা ছিল, সব আপাতত মিটে গিয়েছে। চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। প্রথমে সেনার নীচের স্তরে এই আলোচনা শুরু হয়েছিল। তারপর উচ্চপদস্থ স্তরে আলোচনা শুরু হয়েছে।”

নারাভানে আরও জানান, “যে যে বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, সেই বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে দু’পক্ষের আধিকারিকরা একমত হয়েছেন। এই মুহূর্তে দু’দেশের মধ্যে কোনও সমস্যা নেই।”

কিছু সপ্তাহ আগে লাদাখ নিয়ে ভারত ও চিন দু’দেশের মধ্যে সমস্যা শুরু হয়। লাদাখের প্যানগং লেক এলাকায় দু’দেশের সেনারা লাঠি, রড নিয়ে একে অন্যের সঙ্গে লড়াই করে। তারপর লাদাখে সেনা বাড়াতে শুরু করে চিন। স্যাটেলাইট ইমেজে দেখা যায়, সীমান্ত এলাকায় বায়ুসেনার বিমান তৈরি রেখেছে চিন।

ভারতের অভিযোগের বিরুদ্ধে চিনের তরফে অভিযোগ করে বলা হয়, ভারতই এই এলাকায় বেআইনি ভাবে রাস্তা তৈরি করছে। তাই নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতে সেনা বাড়িয়েছিল চিন।

এই পরিস্থিতিতে দু’দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা বৈঠকে বসেন। বেশ কয়েক বার বৈঠক হয় দু’দেশের মধ্যে। তারপরেই দেখা যায়, সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছেন চিন। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে সেনাপ্রধান লাদাখের পরিস্থিতি নিয়ে সব কিছু বলেন। চিনের বিদেশমন্ত্রকের তরফেও বলা হয়, দু’দেশ চাইছে সীমান্তে শান্তি বজায় রাখতে। তারপরেই এদিন সেনাপ্রধান এই মন্তব্য করলেন।

Previous articleবাইকের টিউবের মধ্যেই রয়েছে সাড়ে চার কেজি সোনা,বিএস এফ তাড়া করে ধরল আরোহীকে, স্বরূপনগরে ধৃত পাচারকারী সহ উদ্ধার বিদেশি মুদ্রা
Next articleইনহিউম্যান রিসোর্স…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here