দেশের সময় ওয়েবডেস্ক: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। কিছু দিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে জন্ম হয়েছিল অতি মারাত্মক ঘূর্ণিঝড় আমপান(প্রকৃত উম পুন)। আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। শক্তি বৃদ্ধি করে তার ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তা হলে তার নাম হবে গতি। তবে সেই সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়াবিদরা।মৌসম ভবনের অধিকর্তা মৃতুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। উল্টে বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ৷
কেরলে বর্ষা ঢুকেছে গত ১ জুন। এ বার রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে সে। বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবেতা আরও স্পষ্ট হয়ে যাবে। ওড়িশা,পশ্চিমবঙ্গে তার জেরে ভাল রকমের বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।
দক্ষিণপশ্চিমী মৌসুমি বায়ুর অগ্রগতির পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে। মধ্য আরব সাগর, কর্নাটক, তামিল নাড়ু, পুডুচেরি, পূর্বমধ্য, পশ্চিমমধ্য এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের পুরোটা জুড়ে আগামী দুদিনের মধ্যে এগোবে মৌসুমি বায়ু। দক্ষিণপশ্চিম আরব সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৌসুমি বায়ুর অগ্রগতির জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
আগামী সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন এবং গোয়া উপকূল, উপকূলবর্তী কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরপূর্বের রাজ্যগুলিতেও। মৎস্যজীবীদের এই কয়েকদিন সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।