রাজস্থান থেকে রাজ্যে ফিরলেন প্রায়১২০০ পরিযায়ী শ্রমিক, স্ক্রিনিং এর পর তোলা হল বাসে

0
411

দেশের সময় ওয়েবডেস্ক: রাজস্থান থেকে রাজ্যে ফিরলেন ১১৮৮জন পরিযায়ী শ্রমিক। তাঁদের নিয়ে মঙ্গলবার ডানকুনি স্টেশনে পৌঁছয় ‘‌শ্রমিক স্পেশাল’‌ ট্রেন। ডানকুনি স্টেশনে জেলাভিত্তিক স্ক্রিনিং কাউন্টার খুলেছিল রাজ্য সরকার। ট্রেন পৌঁছনোর পর যাত্রীরা নামতেই তাঁদের জেলা জেনে স্ক্রিনিং কাউন্টারে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। স্ক্রিনিং শেষেই তাঁদের বাসে বা গাড়িতে ওঠার অনুমতি মেলে।

ছবি তুলেছেন কুন্তল চক্রবর্তী।

শুধু স্বাস্থ্য পরীক্ষাই নয়, রাজ্যে ফেরা শ্রমিকদের জন্য ডানকুনি স্টেশনেই কিছু খাবার, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্রমিকদের মোট ৬৪টা সরকারি বাস এবং ৪২টা ছোট গাড়ির ব্যবস্থা করে রাজ্য সরকার। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছিল, ট্রেনের ব্যবস্থা রেল করে দিলেও পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে রেলকে দেওয়া এবং নির্দিষ্ট স্টেশন থেকে তাঁদের বাড়ি ফেরানোর দায়িত্ব রাজ্যকেইউ নিতে হবে।

দেশের সময়৷
বিজ্ঞাপণ-
Previous articleআকাশ থেকে পুষ্পবৃষ্টি করে দেশের কোভিড–১৯ যোদ্ধাদের অভিবাদন জানাল সেনাবাহিনী
Next articleকরোনা সংক্রমণের আতঙ্কে সীমান্ত বাণিজ্য বন্ধের দাবিতে পথে নামল স্থানীয় বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here