কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা রেড জোন, নবান্নে ঘোষণা মমতার,ভিড় নিয়ন্ত্রণে নামবে সশস্ত্র পুলিশ

0
900

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার কিছু ওয়ার্ড, হাওড়ার কিছু এলাকা এবং উত্তর ২৪ পরগনা কোভিড–১৯ সংক্রমণের রেড জোনে পড়েছে। শুক্রবার বিকেলে নবান্নের সভাঘরে জেলাশাসক, এসপি, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং–এ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশঙ্কাপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়ার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে রয়েছে। এই মুহূর্তে নিয়ন্ত্রণ না করা হলে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।  রেড জোনে থাকা মানুষরা কেউ বেরতে বা সেখানে কেউ ঢুকতে পারবে না। সেরকম দরকার পড়লে রেড জোনে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মমতা। তাঁর কড়া নির্দেশ, ‘‌লকডাউনে কেউ বাইরে বেরবেন না। বাজারে যেন ভিড় না দেখি।’‌
তবে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এবং ঝাড়গ্রাম জেলায় এখনও কোভিড–১৯ সংক্রমণের খবর মেলেনি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ওষুধ এবং চিকিৎসা সামগ্রী যেন নিয়মমতো চিকিৎসাকর্মীদের হাতে পৌঁছয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Previous articleখুবই স্পর্শকাতর হাওড়া কঠোর ব্যবস্থা নিন: প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Next articleমানবিক: বনগাঁয় অতি দুঃস্থ শতাধিক মানুষের পাশে দাঁড়ালেন ধীমান, তপন ,রীপণেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here