দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলা চালিয়ে যেতে দেশের সব রাজ্যের পাশে দাঁড়াতে ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময়ে এমন বরাদ্দের কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এদিন বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দেশের সব রাজ্যের জন্য ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। ‘স্টেট ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড’ (এসডিআরএমএফ) বাবদ এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়ে রাজ্যগুলি কোভিড-১৯ মোকাবিলায় কোয়ারেন্টাইন তৈরি থেকে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে।
করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই চলছে গোটা দেশে। সব রাজ্যই চালাচ্ছে লড়াই। এর জন্য রাজ্যগুলির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করুক বলে দাবি উঠেছে প্রথম থেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দেশের সব রাজ্যের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলেছিলেন। এবার সেই দাবি কিছুটা হলেও মেটাল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম ধাপে বিপর্যয় মোকাবিলায় ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ করা হল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই নরেন্দ্র মোদী অর্থ বরাদ্দের কথা দিয়েছিলেন।
এই অর্থ দিয়ে রাজ্যগুলি কী কী করতে পারবে সেটাও স্পষ্ট করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, কোয়ারেন্টাইনের সুবিধা, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ, স্ক্রিনিং, ল্যাবরেটরি তৈরি, স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) কেনা, থার্মাল স্ক্যানার, ভেন্টিলেটার ছাড়াও সরকারি হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনা যাবে এই অর্থে।