দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা সঙ্কট আর লকডাউনে দুর্ভোগের শেষ নেই। অনেক ভোগান্তের মধ্যেও সুখবর মিলল রান্নার গ্যাসে। দাম কমল ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের। বুধবার থেকে চার মেট্রো শহরে কার্যকর করা হয়েছে নয়া দাম। ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬১.৫০-৬৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
এপ্রিলের শুরুতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অনেকটাই কম। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, মার্চ মাসে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৮৩৯.৫ টাকা। আর এপ্রিলের শুরুতে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমে হয়েছে ৭৭৪.৫ টাকা। তবে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কলকাতার থেকেও কম চেন্নাইয়ে। দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম কমেছে যথাক্রমে ৬১ ও ৬২ টাকা, এখন দাম হয়েছে ৭৪৪ টাকা। মুম্বাইয়ে দাম ৭১৪.৫ টাকা।
ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসেরও দাম কমেছে। ১৯ কেজি ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসেরও দাম ১০১.৫ টাকা কমে দাঁড়িয়েছে ১৩৪৮.৫ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে দাম পড়ছে যথাক্রমে ১২৮৫.৫, ১২৩৪.৫ ও ১৪০২ টাকা।