দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ২৪ মার্চ মধ্যরাত থেকে ২১ দিনের জন্য গোটা দেশে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই ২১ দিনের সংযম ও ধৈর্য্য জরুরি। এই তিন সপ্তাহ বাড়ির চৌকাঠের বাইরে পা রাখা যাবে না।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সময়োচিত ও বাস্তববাদী বলে অধিকাংশ মানুষই গ্রহণ করেছেন। কিন্তু একই সঙ্গে কৌতূহল তৈরি হয়েছে, বাড়ির চৌকাঠের বাইরে পা না রাখলে মানুষের পেট চলবে কী করে? কীভাবেই বা খাবারদাবার, ওষুধ, রান্নার জন্য জ্বালানি বা রোজকারের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করবে।
বস্তুত এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তাঁর বক্তৃতাতেই এক প্রস্ত আশ্বাস দিয়েছিলেন। তার পর তাঁর বক্তৃতা শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা তথা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে-
দেখুন– সরকারের ঘোষণা অনুসারে কী কী বন্ধ থাকবে এবং কী কী খোলা থাকছে।
১। আগেই সব লোকাল ও মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখার ঘোষণা করেছে রেলমন্ত্রক। সেটা জারি থাকবে।
২। দেশের কোথাও কোনও রকম সড়ক পথে পরিবহন চলবে না। চলবে শুধু পণ্যবাহী গাড়ি।
৩। চলবে না বাস, অটো, ট্যাক্সি। যাবতীয় গণপরিবহণ ব্যবস্থাই বন্ধ রাখতে হবে।
৪। নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম বন্ধ থাকবে।
৫। হাসপাতাল ও অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত গাড়ি চলবে।
৬। খোলা থাকবে সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান।
৭। খোলা থাকবে টেলিকম ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র।
৮। খাবার বিক্রি করার দোকান খোলা থাকবে। এর মধ্যে দুধ থেকে সবজি সবই রয়েছে। খোলা থাকবে রেশন দোকানও।
৯। মাছ, মাংসের বাজার খোলা থাকবে।
১০। ওষুধের দোকান ও ওষুধের কারখানা খোলা থাকবে।
১১। সংবাদমাধ্যমের দফতর খোলা রাখা যাবে।
১২। পেট্রোল পাম্প, এলপিজি গ্যাসের দোকান ও সরবরাহ চালু থাকবে।
তবে এত কিছু খোলা থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। খুব জরুরি প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।