দেশের ৭৫ জেলায় কার্যত লক ডাউন শুধু জরুরি পরিষেবা চলবে,ঘোষণা কেন্দ্রের

0
837

দেশের সময় ওয়েবডেস্কঃগোটা দেশের যে ৭৫টি জেলায় করোনাভাইরাসে সংক্রামিত রোগী পাওয়া গিয়েছে সেখানে কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রাখার নির্দেশ দিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার।

রবিবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই স্থির হয়েছে, দেশের যে ৭৫টি জেলা থেকে কোভিড-১৯ আক্রান্তের খবর এসেছে সেখানে অবিলম্বে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া হোক।

রবিবার কলকাতায় ছবি-কুন্তল চক্রবর্তী।
বলে রাখা ভাল, ‘লক ডাউন’ শব্দটি কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা ওই বিবৃতির কোথাও ব্যবহার করা হয়নি। তবে বলাবাহুল্য কেবল মাত্র জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া বলতে লক ডাউনই বোঝায়। অর্থাৎ সরকার চাইছে জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরাই কেবল বাড়ি থেকে বেরোবেন। বাকিরা ৩১ মার্চ পর্যন্ত যেন বাড়িতেই থাকেন। যাতে করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া যায়।


পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কলকাতা ও সংলগ্ন উত্তর চব্বিশ পরগনায় কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বিবৃতি ও অ্যাডভাইজারি অনুযায়ী এই দুই জেলাতেই জরুরি পরিষেবা ছাড়া বাকি সবই আপাতত বন্ধ হয়ে যাওয়ার কথা।
ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে ওই বৈঠকে এদিন জনতা কার্ফু নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর ক্যাবিনেট সচিবালয়ের তরফে জানানো হয়েছে,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা জনতা কার্ফুতে গোটা দেশের বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবরা। এরই পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। তার পর সর্বসম্মত ভাবে ঠিক হয়েছে, যে জেলাগুলিতে করোনাভাইরাস সংক্রামিত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে বা কোভিড-১৯ রোগে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে সমস্ত লোকাল ট্রেন ও মেট্রো রেলের পরিষেবা বন্ধ করে দেওয়া হোক। দুই, সংশ্লিষ্ট রাজ্য সরকার সেখানে ঘোষণা করুক যে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকবে।তা ছাড়া ক্যাবিনেট সচিবালয়ের তরফে বলা হয়েছে, এই ৭৫টি জেলার নাম চূড়ান্ত নয়। রাজ্য সরকার চাইলে সেই তালিকা তাদের বিবেচনা অনুযায়ী বাড়াতে পারে।

প্রশ্ন উঠেছে এত কিছুর মধ্যেও কিভাবে পেট্রাপোল স্থল বন্দর এর বাণিজ্য পরিষবা চলছে,যদিও হরিদাস পুর শুল্ক দফতর সূত্রে জানাগেছে রবিবার জনতা কার্ফু ছিল,তাই কোন কাজ হয়নি,সোমবার বিকাল পর্যন্ত সচল থাকবে আপাতত,তারপর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মতো ব্যাবস্থা নেওয়া হবে৷

Previous articleকলকাতায় আরও ৩ করোনা-পজিটিভ,বিদেশ-ফেরত যুবকের বাবা,মা,পরিচারিকা
Next articleসোমবার থেকে লকডাউন কলকাতা সহ রাজ্যের একাধিক শহর,কী কী খোলা, কী কী বন্ধ? জানুন এক নজরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here