দেশের সময় ওয়েবডেস্কঃ যেমনটা আন্দাজ করা যাচ্ছিল তেমনটাই হয়তো হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, আগামী কাল ২৩ মার্চ বিকেল থেকে লক ডাউন হবে রাজ্যের সমস্ত কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি এলাকায়। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। জনতা কার্ফুর বিকেলে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে মুখ্যসচিব রাজীব সিনহা এই নির্দেশিকা পাঠিয়ে দিতে পারেন।
আগেই কেন্দ্রীয় সরকার সুপারিশ করেছিল, দেশের যে ৭৫টি জেলায় করোনা ভাইরাস পজিটিভ মিলেছে সেগুলি আগামী কাল থেকে লকডাউন করার। এর মধ্যে বাংলার দুটি জেলা কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা রয়েছে। একই সঙ্গে নয়াদিল্লির তরফে বলা হয়েছিল, রাজ্য যদি মনে করে তাহলে লক ডাউনের এলাকা বাড়াতে পারে। সেই মতো, রাজ্যের সমস্ত পুর এলাকায় লক ডাউন ঘোষণা করতে পারে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবরসোমবার বিকেল থেকে তা কার্যকর হবে।
দেশ জুড়ে সংক্রমণের যে হিসেব সামনে আসছে, তাতে পশ্চিমবঙ্গে তথা কলকাতার পরিস্থিতি অন্য কয়েকটি রাজ্যের চেয়ে অপেক্ষাকৃত ভাল। কিন্তু নাগেরবাজার এলাকার এক প্রৌঢ় সাম্প্রতিক কালে বিদেশযাত্রা না করা সত্ত্বেও যে ভাবে করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে, তাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। প্রশাসন এখনও সে রকম কিছু ঘোষণা করেনি। কিন্তু পরিস্থিতি সে দিকে গড়িয়ে যাক, এমনটাও প্রশাসন চাইছে না। সুতরাং সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে কলকাতা-সহ রাজ্যের সব পুর শহরকে লক ডাউন করে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। সোমবার বিকেল ৪টে থেকে অত্যাবশ্যক এবং আপৎকালীন বিষয় ছাড়া যাবতীয় প্রকাশ্য কার্যকলাপ বন্ধ করে দেওয়া হতে পারে রাজ্যের পুর শহরগুলিতে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই এই লক ডাউনের প্রস্তাব পাঠানো হয়েছে। নবান্ন সেই প্রস্তাব বিবেচনা করছে। এই প্রস্তাব মেনে নিতে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই বলেও নবান্ন সূত্রের খবর। তাই আজই লক ডাউনের সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। কিছুক্ষণের মধ্যেই নবান্ন বিজ্ঞপ্তি জারি করে সে কথা ঘোষণা করতে পারে বলে খবর৷
বিস্তারিত আসছে..