প্রধানমন্ত্রীর বিনীত আর্জি: ‘যে যেখানে আছেন, সেখানেই কয়েক দিন থেকে যান!

0
3417

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল ৭ টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে জনতা কার্ফু শুরু হওয়ার কথা। তার প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশে নতুন আবেদন জানালেন প্রধানমন্ত্রী। এ দিন সন্ধ্যায় এক টুইট বার্তা তিনি বলেন, “সবার কাছে আমার প্রার্থনা, আপনারা যে শহরে রয়েছেন, দয়া করে সেখানেই কিছুদিন থাকুন। তা করতে পারলে আমরা সবাই মিলে এই রোগের সংক্রমণ রুখে দিতে পারব”।

তাঁর কথায়, রেল স্টেশন, বাস স্টপে ভিড় করে আমরা আমাদের শরীর নিয়েই ঝুঁকি নিচ্ছি। দয়া করে নিজের ও আপনার পরিবারের কথা ভাবুন। একেবারেই অপরিহার্য না হলে ঘর থেকেই বেরোবেন না”।

সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু চলবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে যেদিন ঘোষণা করেছিলেন, তখনই অনেকে আন্দাজ করেছিলেন যে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। মোদীর এদিনের টুইটেও তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সরকার এ ব্যাপারে কারও উপর সিদ্ধান্ত এখনও চাপিয়ে দেয়নি। বরং মানুষকে এই লড়াইয়ে অংশীদার হয়ে ওঠারই বার্তা দিতে চেয়েছে।

প্রধানমন্ত্রী এদিনের টুইটে আরও বলেন, করোনাভাইরাস নিয়ে আমাদের ভাই বোনদের মনে ভয় জাঁকিয়ে বসেছে। রুটি রুজির জন্য যাঁরা নিজের গ্রাম ছেড়ে অন্য শহরে গিয়েছেন, তাঁরা ফেরার চেষ্টা করছেন। কিন্তু ভিড়ের মধ্যে সফর করলে এই ভাইরাসের সংক্রমণের তীব্রতা বাড়ার আশঙ্কাই প্রবল। আপনি যেখানে যাচ্ছেন সেখানকার মানুষও এই রোগে সংক্রামিত হয়ে পড়তে পারেন। অর্থাৎ এতে আপনার গ্রাম ও পরিবারের ঝুঁকিই বাড়ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ফারাক নেই। বাইরে থেকে ট্রেনে বাসে ভিড় করে লোক আসার ফলে যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে সে কথা উনিও বলছেন। স্বাস্থ্য ভবনের তরফেও বারবার নবান্নকে বলা হয়েছে যে জল, স্থল ও আকাশপথে বাংলায় প্রবেশ বন্ধ করে দেওয়া হোক। বস্তুত সেই পরামর্শের ভিত্তিতেই এদিন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বাংলায় আন্তঃরাজ্য বাস পরিবহণ আপাতত বন্ধ করে দেওয়া হল। অর্থাৎ বাংলা থেকে বাইরের রাজ্যে আজ থেকে আর কোনও বাস যাবে না। এবং অন্য রাজ্য থেকে কোনও বাসকে বাংলায় প্রবেশ করতে দেওয়া হবে না।

Previous articleDESHER SAMAY ENEWSPAPER
Next articleজনতার স্বতঃস্ফূর্ত কার্ফু চলছে দেশ জুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চেনা ব্যস্ততার ছবি উধাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here