পিছিয়ে গেল পুরভোট, করোনা আতঙ্কের জেরে সিদ্ধান্ত কমিশনের

0
484

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে আপাতত রাজ্যে পুরভোট হচ্ছে না। জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার ছিল পুরভোট নিয়ে সর্বদল বৈঠক। সেই বৈঠকের পরে কমিশনের পক্ষে জানানো হয়েছে, ‘‘পুরভোটের জন্য কমিশনের সমস্ত প্রস্তুতি সারা। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে এবং রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির ইচ্ছা অনুসারে আপাতত পুরভোট হচ্ছে না।’’
ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে সরকার। যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এর জেরে পুরভোট পিছিয়ে যাওয়ার জল্পনা ছিলই। সেই মতোই এদিন সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকের পরেই এই ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ১৫ দিন পরে ফের বৈঠকে বসে পরিস্থিতি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Previous articleরাজ্যে করোনা সতর্কতা,২০০ কোটির তহবিল ঘোষণা মমতার
Next articleকরোনার জের:কলকাতা-সহ ৮৮টি পুরসভায় বসছে প্রশাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here