দেশের সময়, ওয়েব ডেস্ক:- আইলিগ-এর মাঝপথে ক্ষোভের আগুন সবুজ মেরুন শিবিরে। সূত্রের খবর, গতবছর লিগের সেরা গোলকিপারকে সম্পুর্ন বাইরে রেখেই টুর্নামেন্টের পরবর্তী পদক্ষেপ গ্রহন করছেন বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। শুধু তাই নয় মোহনবাগানের অতিরিক্ত ১৮জনের দলেও থাকছেন না শিল্টন পাল। জানাগেছে কিছু বিশেষ কারনে সম্প্রতি কোচের সাথে এক মত ছিলেন না শিল্টন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যেই কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। ফলস্বরুপ দল থেকে বাদ পড়লেন প্রাক্তন বাগান অধিনায়ক। যদিও কোচ শঙ্করলাল চক্রবর্তী এ কথা মানতে নারাজ। তার মতে, “পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছু সময় কোন খেলোয়াড়কে বসতেই হয়”। “এক্ষেত্রেও তাই হয়েছে”। “বিষয়টি নিয়ে এতো ভাবনার কোন কারন নেই”। “শিল্টন পাল-এর বিকল্প হিসেবে শঙ্কর রায় মাঠে নামছেন”। “তার উপর আমরা ভরসা রাখছি”। তবে আগামীতে যদি নতুন গোলকিপারও দলের আশা পূরণ করতে না পারে আর সেক্ষেত্রে যে কোচ কে সরাসরি ক্ষোভের মাঝে পড়তে হবে তা বলাই বাহুল্য।