বেআইনি অস্ত্র কারখানার হদিশ নিমতায়, উদ্ধার প্রচুর অস্ত্র,ধৃত ২

0
474

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকার শ্রীদুর্গাপল্লিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, স্থানীয় বাসিন্দা তারক পোদ্দারের বাড়িতে অভিযান চালায় এসওজি এবং রাজ্য সিআইডি–র একটি দল।

তল্লাশিতে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। গ্রেপ্তার করা হয়েছে দুলাল সরকার বলে ৬৮ বছরের এক বৃদ্ধ এবং প্রাণকৃষ্ণ গায়এন নামে ৫৩ বছরের এক প্রৌঢ়কে। দুলাল স্থানীয় বাসিন্দা এবং প্রাণকৃষ্ণ দমদম থানা এলাকার আমতলার বাসিন্দা।

সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি চেম্বারের ইম্প্রোভাইসড দেশি আগ্নেয়াস্ত্র, একটি দেশি ইম্প্রোভাইসড ওয়ন শটার, একটি নির্মীয়মাণ আগ্নেয়াস্ত্র, একটি খালি কার্তুজ। এছাড়া বোমা তৈরির সরঞ্জাম হিসেবে দুটি ড্রিল মেশিন, লোহার যন্ত্রপাতি, ছয়টি স্প্রিং এবং একটি হ্যাকস্‌।

দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছেন গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে সিআইডি।

Previous articleসিএএ বিরোধী আন্দোলনের ছবি পোস্ট, বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রীকে দেশ ছাড়ার নোটিস
Next articleআজ ওডিশায় সুরক্ষা বৈঠকে অমিত – মমতা মুখোমুখি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here