‘দ্য কুইন অফ হিলস্ সিমলা’- কোন এক শীতে রেল পথে সুন্দরী সিমলা ঘুরে আসুন

0
911

‘দ্য কুইন অফ হিলস্- সিমলা’ (পর্ব ১)

লিখছেন~ দেবন্বিতা চক্রবর্তী,

জীবনের কোথাও পৌঁছে মনে হয় আর হয়তো কিছুই পাওয়ার নেই ,সব থমকে গেছে | যাদের মনে এই চিন্তা এসে মাথা ঠুকছে আর প্রচন্ড হতাশায় জেরবার হচ্ছে আপনার দৈনন্দিন কাজ, তারা একটা কাজ অবশ্যই করতে পারেন | সমস্ত আপত্তির কারন গুলো দুহাতে সরিয়ে দিন আর চটপট কাজ থেকে ছুটি নিয়ে তৈরী হয়ে নিন সিমলায় যাওয়ার উদ্দেশ্যে | হিমাচল প্রদেশের রাজধানী আর পাহাড়ের রাণী সিমলা পাহাড় | অসাধারন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শৈল্য শহরে পৌঁছানো টা দূরবর্তী হলেও মনোরম দৃশ্যে মশগুল হয়ে আপনি কাটিয়ে দিতে পারবেন ট্রেনের দিন গুলো | সিমলা যাওয়ার যে সহজ রাস্তা সেটা হল হাওড়া থেকে সন্ধ্যা ৭.৪০ মিনিটের কালকা মেল | প্রায় ৫ টি রাজ্যের উপর দিয়ে যাওয়া র কারনে সময় লাগে প্রায় ৩০ ঘন্টা | আরও কয়েকটি পথের মধ্যে উল্লেখযোগ্য হল চন্ডীগড় ও দিল্লি হয়ে আকাশ পথে ও সড়ক পথে | কিন্তু সেখানে মিস্ করে যাবেন ভারতের হেরিটেজ তকমা পাওয়া ট্রয়ট্রেনের সফর টা |

নাঃ খাপছাড়া নয় প্রথম থেকেই বলি গল্পটা | শুরু হচ্ছে ঘুরে বেড়ানোর আর এক নতুন অধ্যায় অনেক পাওয়া আর রোমাঞ্চকতায় ভরপুর নতুন ভ্রমনের experience | মিশন সিমলা মানালি| (ক্রমশ)

Previous articleবড়দিন আসছে
Next articleনামল পারদ,থাকবে বড়দিন পর্যন্ত,বলছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here