বনগাঁ হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল কুমুদিনী গার্লসের ছাত্রী

0
2752

দেশের সময়,বনগাঁ: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে বসেই পরীক্ষা দিল ওই ছাত্রী। শনিবার এই ঘটনা ঘটেছে বনগাঁর গৌরী সুন্দরী বালিকা বিদ্যাপীঠে। স্কুল সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর নাম বিপাশা নাগ। এদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার সিট পড়েছিল গৌরী সুন্দরী বালিকা বিদ্যাপীঠে। অন্যান্য দিনের মতো এদিনও ওই ছাত্রী পরীক্ষা দিতে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়। এর পরে তাকে স্কুল কর্তৃপক্ষ বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পরে সে সুস্থ বোধ করে। এরপর হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়।

বিদ্যালয়ের শিক্ষিকা স্মৃতিকণা সরকার জানান, ছাত্রীটি আপাতত সুস্থ। স্কুলে বসে বাকি পরীক্ষাগুলি সে দিতে পারবে বলে জানিয়েছে।

এই খবর পেয়েই বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ অসুস্থ ছাত্রীকে দেখতে ছুটে যান হাসপাতালে এবং ছাত্রীর চিকিৎসা পরিষেবা ক্ষতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকের মাধ্যমে বিপাশার সুচিকিৎসার ব্যাবস্থা করেন বলে জানান তিনি৷

Previous articleধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কি? মোদীর সঙ্গে বৈঠকে জানতে চাইবেন ট্রাম্প, জানাল মার্কিন প্রশাসন
Next articleE Newspaper deshersamay.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here