দেশের সময় ওয়েব ডেস্কঃ সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে।
মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মমতা বলেন, “আমরা আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ ও দেশ গড়তে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখিয়েই কালকের নেতাতে পরিণত করেন তাঁরা।”
তিন নম্বর টুইটে মমতা জানান কেন এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষরা যেমন তাঁদের পরিবারের দেখভাল করতে পারবেন, সম্পূর্ণ চাপমুক্ত হয়ে কাজ করতে পারবেন, তেমনই দেশগঠনের কাজে আরও সক্রিয় হয়ে উঠতে পারবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”
On the eve of Saraswati Puja, being an ideal time also to express our gratitude to all our teachers, we have taken a policy decision of posting all teachers in their respective home districts.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020
We are proud of our teachers and our students. Teachers are the main guardians, who have a huge contribution towards our society and Nation building through nurturing our students for becoming true leaders of tomorrow. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020
We are proud of our teachers and our students. Teachers are the main guardians, who have a huge contribution towards our society and Nation building through nurturing our students for becoming true leaders of tomorrow. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2020