দেশের সময় ওয়েবডেস্কঃ কেউ বলছেন বুধবারে সরস্বতী পুজো। কেউ আবার বলছেন বৃহস্পতিবারে। রাজ্য সরকারও ছুটি নিয়ে টানাপোড়েন শেষে দু’দিনই পুজোর জন্য ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু আপনি কখন করবেন পুজো তা ঠিক করে নিন নীচে দেওয়া পঞ্জিকার নির্ঘণ্ট দেখে।
তবে একটা কথা মাথায় রাখা দরকার যে বুধবার বা বৃহস্পতিবারই পুজো করা যায়। পণ্ডিতদের একাংশের মতে যেদিন চতুর্থী ও পঞ্চমী দুই তিথিই থাকে সেটাই সরস্বতী পুজোর জন্য বাছা উচিত। সেই হিসেবে বুধবারটাই ঠিক। কারণ, ওই দিন সকালেই পঞ্চমী শুরু হচ্ছে। গুপ্তপ্রেস বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আলাদা আলাদা সময়ে পঞ্চমী তিথি শুরু হলেও ওই দিনেই জোড়া তিথি রয়েছে।
আবার অনেক বলেন, যেদিন পঞ্চমী তিথি সূর্যোদয় পাবে সেদিনটাইকেই মান্য করা উচিত। সেই হিসেবে দুই পঞ্জিকা মতেই পঞ্চমীতে সূর্যোদয় থাকছে বৃহস্পতিবার। সুতরাং, যাঁরা যেটা মনে করেন সেটা মেনে যে কোনও একদিনেই পুজো করা যায়। পণ্ডিতদের মতে পঞ্চমী তিথির মধ্যে যে কোনও সময়েই সরস্বতী পুজো বিধেয়।
দেখুন কোন পঞ্জিকা মতে কখন পুজোর সময়: