দেবাশীষ মন্ডল, উত্তর ২৪ পরগনা। . . . . গ্রাম বাংলা বা শহর যাদের নারিকেল গাছ আছে , তাদের সমস্যা দেখা দিয়েছে গাছ থেকে নারিকেল পাড়া বা গাছ পরিচর্যা করা, ফলে অনেকে আর নারিকেল চাষ করেন না, আবার অনেক বাড়ীতে গাছ থাকলে কেটে ফেলেন। এবার নারিকেল চাষে উৎসাহ বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলো সরকার, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় কোকোনাট বোর্ড দুই দফায়, ১৮ থেকে ৪০ বছর বয়সের ৫০ জন যুবক ছেলেদের ১২ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা করলো অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। যেখানে থাকবে ১২ টি থিয়োরি ও প্রাক্টিক্যাল ক্লাসের ব্যবস্থা। কেরাল থেকে আনা উন্নত যন্ত্রের মাধ্যমে নারিকেল গাছে ওঠা এবং গাছ পরিচর্যা করা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থী কে দেওয়া হবে ৪ হাজার টাকা দামের উন্নত মানের মেসিন, যার সাহায্যে কৃষক নিজের বাড়ীর নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে পারবেন। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ২ লক্ষ টাকার দুরর্ঘটনা বিমা করে দেওয়া হবে, যার প্রিমিয়াম দেবে সরকার । কোকোনাট বোর্ড সুত্রে জানা গেছে এ বছর রাজ্যে ২ হাজার ছেলে ও মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে, এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ জন, দক্ষিন ২৪ পরগনা জেলায় ৯০ জন এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৯০ জন কে প্রশিক্ষণ দেওয়া। কৃষক ফারুক মোল্লা বলেন এই ধরনের প্রশিক্ষন পেয়ে খুশি আমরা। কোকোনাট বোর্ডের ডিরেক্টর খোকন দেবনাথ বলেন এই ধরনের প্রশিক্ষণে ব্যবস্তা আমরা এর পরে আরো করবো।