রেশন এবার মাসে একবার

0
664

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতি সপ্তাহে রেশনে চাল, গম, চিনি কেনা যাবে না। দীর্ঘ কালের নিয়ম বদলে রাজ্যে এবার মাসে একদিন করে বিক্রি হবে রেশনের পন্য। গ্রাহকদের একদিনেই গোটা মাসের জন্য বরাদ্দ কিনে নিতে হবে। রাজ্য সরকারের তরফে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন এই খবর জানিয়েছেন। তিনি বলেন, গ্রাহকদের প্রতি সপ্তাহের খাটনি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞাপ্ত জারি করবে নবান্ন।

খাদ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, মাসের যে কোনও তারিখে গেলেই রেশন তোলা যাবে না। প্রত্যেক গ্রাহক পরিবারের জন্য দিন নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই দিনেই গিয়ে বরাদ্দ চাল, চিনি, গম নিয়ে আসতে হবে।

খাদ্য দফতরের দাবি, গ্রাহকদের কোনও অসুবিধাই হবে না নতুন এই নিয়মে। এদিন বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই তিনি নতুন এই ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রত্যেকটি রেশন দোকানেই ই-পস মেশিনের মাধ্যমেই পন্য দেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবছর গোটা রাজ্যে ৫২ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে।

Previous articleদিলীপ নিজেই একজন দেশদ্রোহী, বনগাঁয় বললেন চন্দ্রিমা
Next articleকোন বয়সে কতবার! কতদিন পর পর সহবাস করা ভাল,কি বলছে বিজ্ঞান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here