দেশের সময় ওয়েবডেস্কঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই একজন দেশদ্রোহী। বৃহস্পতিবার বনগাঁয় তৃণমূলের এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তাঁর নেতৃত্বে বনগায় এনআরসির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল বের হল। সেখানে মহাকুমা বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা নেত্রীরা উপস্থিত হন।
প্রতাপগড় এলাকা থেকে শুরু করে মিছিল শহর পরিক্রমা করে বনগাঁ স্টেট ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রতন ঘোষ, শংকর আঢ্য, মমতা বালা ঠাকুর, পরিতোষ সাহা প্রমূখ নেতা-নেত্রীরা। মিছিলের পর সভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সংবিধানকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের নামে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
আমরা যারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক তাদেরকে কেন নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে কেন্দ্র সরকার। দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে যে বাংলা থেকে একাধিক মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন সেই বাংলাকে দেশদ্রোহীদের গড় বলে মন্তব্য করে অন্যায় করেছেন দিলীপ ঘোষ।