দেশের সময় ওয়েবডেস্কঃ আন্দোলনের নামে সম্পত্তি নষ্ট যারা করছে, তাদের গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সোমবার দিলীপের ওই বক্তব্যের বিরোধিতা করে প্রকাশ্যে সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বিকেলে আরও একধাপ এগিয়ে মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নানুরের সভা শেষে কেষ্ট বাবু বলেন, “আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত।”
এদিন এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নানুরে সভা ছিল তৃণমূলের। সেখানে ভাষণ দিতে গিয়েছিলেন অনুব্রত। সাংবাদিকরা দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করতেই স্বভাবসিদ্ধা ঢঙে জবাব দিয়ে দেন অনুব্রত। তাঁর কথায়, “কেন্দ্রীয় সরকারের উচিত আগে দিলীপ ঘোষকে গুলি করে মেরে দেওয়া। যদি কেউ সম্পঋ নষ্ট করে থাকে, তাহলে সেটা দিলীপ ঘোষ।”
দিলীপের এই মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সরাসরি দিলীপ ঘোষকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন। অনেকের মতে, নিজের দলের সাংসদই যদি দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেন, অনুব্রত তো বলবেনই।
লোকসভা ভোটের পর কিছুটা আড়ালেই চলে গিয়েছিলেন অনুব্রত। কিন্তু তিনটি উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকেই আবার ফর্মে ফিরতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় এই সংগঠক। জেএনইউয়ে হামলা নিয়েও দু’দিন আগে বলেছিলেন, “ওখানে মুখোশ পরে মেরেছে, এখানে হনু টুপি পরে বিজেপি মারা হবে। বেধড়ক্কা মার হবে। ক্যামেরার লেন্সে ধরা পড়বে না।”