শনি-রবি কলকাতায় মোদী, রইল প্রধানমন্ত্রীর সফরনামা

0
359

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার বিকেলে দু’দিনের কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা, হাওড়া মিলিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এক নজরে দেখে নিন প্রধানমন্ত্রীর দু’দিনের কর্মসূচি-

১. শনিবার বিকেলে দমদম বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে যাওয়ার কথা বিবাদী বাগে। এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে একাধিক জায়গায় মোদীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে একাধিক সংগঠন। কালো পতাকা দেখানো হতে পারে তাঁকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে সড়কপথের বদলে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে রেসকোর্স পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে।

২. বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিবাদী বাগের ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেটকাফে হাউস-সহ মোট পাঁচটি বিল্ডিংকে ‘ন্যাশনাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করবেন তিনি।

৩. ওই কর্মসূচির পর মিলেনিয়াম পার্কে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পোর্ট ট্রাস্টের উদ্যোগে হাওড়া ব্রিজের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ উদ্বোধন করার কথা তাঁর।

৪. মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষ হওয়ার পর মোদী যাবেন বেলুড় মঠে। তবে মিলেনিয়াম পার্ক থেকে প্রধানমন্ত্রী সড়কপথে বেলুড় মঠ যাবেন, নাকি গঙ্গা দিয়ে তা এখনও ঠিক হয়নি বলেই খবর। সড়ক পথে গেলে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। আবার রাতে জলপথে প্রধানমন্ত্রীকে বেলুড় পর্যন্ত নিয়ে যাওয়া এবং কলকাতায় ফিরিয়ে আনার ঝুঁকিও রয়েছে।

৫. রাতে বেলুড় মঠ থেকে রাজভবনে আসবেন প্রধানমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বৈঠক হতে পারে তাঁর।

৬. রবিবার সকাল ১১টায় রাজভন থেকে নেতাজি ইনডোরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপর রওনা দেবেন বিমানবন্দরের উদ্দেশে। বিকেলের আগেই দিল্লি উড়ে যাবেন মোদী।

Previous articleখিদিরপুর:পথদুর্ঘটনা ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, বাসে আগুন, ভাঙচুর
Next articleশুক্রবার থেকে কার্যকরী হল নাগরিকত্ব সংশোধনী আইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here