দেশেরসময় ওয়েবডেস্কঃ ধানকলে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল যুবকের। মৃতের নাম নারায়ণ কাহার (৩৭)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার দিগরা কাহার পাড়া এলাকায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল দুপুরে বাড়িতে এসে খাওয়াদাওয়া সেরেই বেরিয়ে যান নারায়ণ বাবু। কার্তিক দাস নামের এক ব্যক্তির ধানকল রয়েছে। ওখানেই মদ্যপানের জন্য তিনি নিয়মিত যেতেন বলে জানা গিয়েছে। গায়ে চাদর জড়ানো ছিল ওই যুবকের। ধান ভাঙার মেশিনে পেঁচিয়ে যায় চাদর। গলায় ফাঁস লেগে যায়। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে, চাদর পেঁচিয়ে যাওয়ার পর ওই যুবক হাত-পা ছুড়ে বাঁচার চেষ্টা করেছিলেন। তখনই ওই আঘাত লাগে। মদ্যপ অবস্থায় অসংলগ্ন হয়েই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ।