রাতের অন্ধকারে লক্ষ্য করা যাচ্ছে টর্চের আলো, সংখ্যায় ২০-২৫ জন বিজেপি সমর্থক

0
874

দেশের সময় ওয়েবডেস্ক: নিস্তব্ধ রাত্রি। হিমের পরশে কাপুনি দেওয়া ঠান্ডা। তারমধ্যেেই এদিক ওদিক থেকে চোখে পরছে টর্চের আলো। যুবকের দল সংখ্যায় ২০-২৫। জানাগেছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র রথযাত্রায় যেন কেউ সমস্যার সৃষ্টি করতে না পারে তার জন্য এই রাত পাহাড়া। বিজেপি কর্মী সমর্থকদের আশঙ্কা, “যে কোন মুহূর্তে মাঠের ক্ষতি করতে পারে তৃণমূল”। “তাই কোন রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না”। এক বিজেপি সমর্থকের কথায় “সারা বাংলায় বিভিন্ন অসৎ উপায় অবলম্বনের মধ্যে দিয়ে বিজেপি-র কর্মসূচীকে রুখে দেওয়ার চেষ্ঠা করছে শাসক দল, এখানে আমরা তা হতে দেব না”। এলাকার এক বিজেপি নেতার দাবী, “দলের সর্বভারতীয় সভাপতি আমিত শাহ সভা করবেন, তা জানিয়ে মোট পাঁচটি মাঠের জন্য আবেদন করা হয়েছিল”। “কিন্তু শাসক দল চেষ্ঠা করেছিল যেন কোন মাঠেই অমিত শাহ সভা করতে না পারেন”। “সব শেষে চিনু কুন্ডুর এই ১৬বিঘা জমিটি সভার জন্য চূড়ান্ত করা হয়েছে”। “অতিরিক্ত মাটি এনে চলছে মাঠ ঠিক করার কাজ”। “শুরু হয়েছে মঞ্চ বাঁধা”। “কিন্তু শাসক দল যেন কোন উপায় মাঠের ক্ষতি করতে না পারে তার জন্য সর্বদা সজাগ রয়েছি আমরা”। তবে শাসক দলের প্রতিক্রিয়া, “বিজেপি-র অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন”। “রাত্রি জাগা কর্মসূচী নাটক ছাড়া আর কিছুই নয়”। উত্তর২৪পরগনার বিজেপি নেতা দেবদাস মন্ডল জানান আগামী জানুয়রি মাসের ১৩-১৪ তারিখ বাগদা ও বনগাঁয় বিজেপি র -রথ পৌছাবে ৷এই দুই জায়গায় জনসভা হবে, তার প্রস্তুতি চলছে জোড় কদমে ৷ আমাদের নেতা মুকুল রায় সহ দিলীপ ঘোষ প্রত্যেকেই নীচুতলার কর্মী সমর্থকদের সব সময় যোগাযোগ রেখে চলেছেন৷

Previous articleজাঁকিয়ে শীত আসছে! বলছে হাওয়া অফিস
Next articlePHOTO OF THE DAY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here