কালকা-হাওড়া এক্সপ্রেসে আগুন

0
847

দেশের সময় ওয়েবডেস্ক: কালকা-হাওড়া ১২৩১২ ডাউন এক্সপ্রেসে আগুন লাগল। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধীরপুর এবং ধোড়াখেরি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে।ইঞ্জিনের ঠিক পরের অসংরক্ষিত কামরাটিতে আগুন ধরে যায়। বুঝতে পেরেই ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এপং দমকল। ওই জায়গায় ট্রেন চলাচল স্থগিত করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায়। ট্রেনের গার্ড জানিয়েছেন, কেউ হতাহত না হলেও ছজন যাত্রীর অল্প শ্বাসকষ্ট হতে থাকায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই কামরাটি আলাদা করে কালকা–হাওড়া এক্সপ্রেস ফের রওনা করিয়ে দেওয়া হয়েছে। ওই শাখাতেও ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক।

Previous articleআমলাশোল গেছেন? ব্লকে ব্লকে যান?প্রশ্ন মমতার
Next articleবাগদায় স্কুলে ভয়াবহ চুরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here