অর্পিতা দে,কলকাতা,দেশেরসময়: কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশানের শক্তি আরাধনা ৭১ বছরে পড়লো৷ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজরিত কাশীপুর মহাশশ্মানের শ্যামাপূজা উত্তর শহরতলির অন্যতম ঐতিহ্য মন্ডিত পুজো। শ্মশান সংলগ্ন জেটির মাঠের ১৯৪৮ সালে এই সার্বজনীন পূজার সূচনা হয় যা এলাকাতে শ্রী শ্রী শ্মশানকালী রূপে জনমানসে পরিচিত ৷ মা কালী এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হন। তন্ত্র ও মন্ত্র মতে দ্বীপান্বিতা অমাবস্যায় চারপ্রহরে চারটি যথা আঁখ, চালকুমড়ো ও কলা প্রচলিত I