দেখুন ভিডিও:
অর্পিতা দে,কলকাতা,দেশের সময়-পুরোনো কোলকাতার ইতিহাস ঘাঁটলেই পাওয়া যাবে একসময় কলকাতার সুতানুটি অঞ্চলে কালীপুজোর দিন বিকেলে প্রায় সব বাড়িতেই ফানুস ওড়ানোর রীতি ছিল; পরবর্তীকালে সময়ের সাথে হারিয়ে গেছে সেইসব রীতি কিন্তু কয়েকটি বাড়িতে আজও তা বিদ্যমান; তাদের মধ্যে অন্যতম হলো ভোলানাথ দত্ত বাড়ি৷
১৯২৫ সালে এই বাড়িতে প্রথম ফানুস ওড়ানো হয় । সেইথেকে আজও তা পালিত হয়ে আসছে৷ বাড়ির প্রবীণ সদস্য শ্রী অজয় দত্ত জানালেন এবছর তাদের ৯৫ তম বর্ষ ।
ফানুস ওড়ানোর রীতি কলকাতার বুক থেকে হারিয়ে গেলেও তারা তা বাঁচিয়ে রেখেছেন এবং আগামী প্রজন্মও যাতে এই রীতি বজায় রাখে তাই তাদেরকেও এবিষয়ে তিনি উৎসাহীতো করেন৷
তিনি জানালেন, ফানুসের এই কাগজ বিদেশ থেকে আনাতে হয়, এখন ফানুসের কাগজের ধরণ অনেক খারাপ হয়ে গেছে এবং জায়গা ও এক একটি ফানুস তৈরির সময়, খরচ, সঠিক পদ্ধতি জানা লোকের অভাবে আজ এই রীতি প্রায় গুটি কয়েক বাড়িতেই পালিত হয় ।