অর্পিতা দে,কলকাতা:
উত্তরের আরো এক বাড়ি কুন্ডু বাড়ি৷ টলি তারকা জয়দীপ কুন্ডুর বাড়িতে বিজয়া দশমী উপলক্ষেই বসেছিল তারকার হাট । সিঁদুর দিয়ে সবাই বরণ করে নিলেন দেবী দূর্গাকে৷
সিঁ
দুর খেলা, ঢাক আর ধুনুচি নাচে জমে উঠলো বিজয়া দশমীর বিসর্জন। এছাড়াও বিভিন্ন বনেদি বাড়ি ও শোভাবাজার রাজবাড়ির বিসর্জন হলো বাগবাজার ঘাটে।