দেশের সময়: দীপবিশ্বাস: বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শনিবার পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার তরুন হালদার। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কাকলী মুখোপাধ্যায়, পুরপ্রধান শঙ্কর আঢ্য, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ অন্যান্যরা। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলির হাতে অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয়।
এর মধ্যে মহিলা পরিচালিত পুজো কমিটিও রয়েছে। পুলিশ সুপার জানান, পুজোর সময় যারা বাইরে বেড়াতে যান, তাদের বাড়ির উপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ। এছাড়া সীমান্ত এলাকায় বিশেষ নজর দেওয়া হবে। ট্রাফিক ব্যবস্তা ঢেলে সাজানোর পাশাপাশি পুলিশ সহায়তা বুথ ৬টি করা হচ্ছে। প্লেন ক্লথেও পুলিশ ঘুড়বে। শিশুদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্তা করা হচ্ছে।