দেশের সময় ওয়েব ডেস্কঃ মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশে। ঘটনায় মৃত ১২ জন। জলে তলিয়ে গিয়ে নিখোঁজ বহু যাত্রী। রবিবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নৌকায় মোট ৬৩ জন যাত্রী ছিলেন।
এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৩ জন যাত্রীকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও জারি আছে উদ্ধারকার্য। উদ্ধার করা যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে।
বিপদ সীমা ছাড়িয়ে বইছিল গোদাবরী নদীর জল। কিছু কিছু স্থানে গোদাবরী নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞাও জারি করেছিল রাজ্যের পর্যটন দপ্তর। তারপরেও ৬৩ জন পর্যটক নিয়ে বেরিয়েছিল নৌকাটি। জলের স্রোতে টাল সামলাতে না পেরে নদীতে উলটে যায় সেটি। অন্ধ্রপ্রদেশের দেবীপত্তনমে গান্দি পোচাম্মা মন্দিরের কাছে পাপীকোন্দালু পর্বতমালা দেখতে যাচ্ছিলেন পর্যটকরা।
দেবীপত্তনমের কাচ্চুলুরু গ্রামের কাছে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। উদ্ধারকার্যে স্থানীয় নেতা মন্ত্রীদের অংশ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।