এরিয়ান ম্যাচ নিয়ে সতর্ক মোহন কোচ

0
705

দেশের সময়: – বৃহস্পতিবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কল্যাণীতে এরিয়ানের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান।
প্রতিপক্ষ রাজদীপ নন্দীর এরিয়ানকে গুরুত্ব দিচ্ছেন মোহন কোচ কিবু ভিকুনা। বুধবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের পরে
কিবু বলেন, ’এরিয়ানের খেলা আমি দেখেছি। মহমডান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ভালো ফুটবল মেলে ধরেছে।

শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের সতর্ক থাকতে হবে।’ইস্টবেঙ্গলন না পিয়ারলেস? কে মোহনবাগানের প্রতিপক্ষ? এই প্রশ্নে বাগান কোচ রসিকতা করে বলেন, ’মোহনবাগানের প্রতিপক্ষ মোহনবাগান।

কারণ আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। প্রচুর চাপ রয়েছে।’কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ কল্যাণীতে খেলতে বাগান। তাতে খুশি কিবু। তিনি বলেন, ’ওই মাঠে ভালো ফুটবল সম্ভব। আশা করি ছেলেরা ভালো ফুটবল মেলে ধরবে ওখানে।’ এরিয়ানের বিরুদ্ধে মোহনবাগানের লক্ষ্য তিন পয়েন্ট।পুরো পয়েন্ট পাখির চোখ করেছেন কিবু।
এদিকে, একই দিনে নিজেদের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ কালীঘাট এমএস। এদিন অনুশীলন করেনি লাল-হলুদ।
জানা গিয়েছে জিম ও ভিডিও সেশন করেছে লাল-হলুদ।

Previous articleরাগবি জীবনের মূলস্রোতে ফেরালো ওদের
Next articleসরকারের পদক্ষেপের আশায় গোষ্ঠপালের পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here