18 August independence day : ১৫ নয়, আজ ১৮ অগাস্ট , বনগাঁয় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের দিন! এর কারণ কী?

0
847

দেশের সময় , বনগাঁ: সারাদেশে যখন ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয, তখন ১৫ অগাস্ট এর পাশাপাশি ১৮ অগাস্ট আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলা হয় বনগাঁয়। গত বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যের এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছেন বনগাঁ আদালতের আইনজীবীরা। এর কারণ কী? দেখুন ভিডিও:

১৯৪৭ সালের ১৫ অগাস্ট, এই দিনটিতেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এ বছর তা ৭৫তম বর্ষ পূর্তি হিসেবে পালিত হল দেশজুড়ে৷ অন্যদিকে দেশের কিছু জেলার সীমান্তবর্তী গ্রামের মানুষেরা অপেক্ষা করে থাকেন ১৮ আগস্টের। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট-র ঠিক দু দিন পর অর্থাৎ আজ ১৮ অগাস্ট দিনটি হল তাদের কাছে স্বাধীনতা দিবস। কিন্তু কেন এমনটা, তা স্বাভাবিকভাবেই অজানা অনেকের কাছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যখন ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করছে ঠিক তার পরও এই সমস্ত এলাকার মানুষ দু দিন কেন অপেক্ষা করেন?

উত্তর ২৪ পরগণার বনগাঁ-র সীমান্তবর্তী এলাকার স্থানীয় প্রবীন মানুষদের কথায়, তৎকালীন পরাধীন ভারতের ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১২ অগাস্ট ঘোষণা করেছিলেন ভারতবর্ষকে ১৫ অগাস্ট স্বাধীনতা দেওয়া হবে।সেই দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে।

তৎকালীন ব্রিটিশ আধিকারিক সাইরিন রেডক্লিফ যিনি ভারতের মানচিত্রকে বিশেষ মর্যাদার সঙ্গে তৈরি করেছিলেন তাতে তথাকথিত বাংলা থেকে গিয়েছিল খানিকটা বিতর্কিত অবস্থায়। বিশেষত বাংলার যে পার্টিশন করা হয়েছিল। তার মধ্যে বাংলার কিছু জেলা যেমন মালদা, নদিয়া সহ উত্তর ২৪ পরগনার হিন্দু জনসংখ্যা অধ্যুষিত এলাকা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছিল। স্বভাবতই এর ফলে কিছুটা বিরোধিতার মুখে পড়তে হয় ব্রিটিশ শাসকদের।

জানা গেছে, ২০০ বছরের ইংরেজ শাসনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। সেদিন যখন ভারতের সর্বত্র জাতীয় পতাকাতোলা হলো তখন দেখা গেল বনগাঁ বাংলাদেশের যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশভাগের এই সীমারেখার ম্যাপ তৈরি করার দায়িত্বে ছিলেন জেনারেল র‍্যাডক্লিফ সাহেব। তার তৈরি সেই ম্যাপ দেখে হতাশ হয়ে পড়েন বনগাঁর মানুষ। এটা ভুলবশত হয়েছে এটা বুঝতে পেরে তখনকার বনগাঁর ম্যাজিস্ট্রেট সি কুইন সাহেবের মাধ্যমে খবর পৌঁছায় দিল্লিতে।

এরপর ১৭ আগস্ট রাতে বেতার যন্ত্রের মাধ্যমে ঘোষণা করা হয় যে বনগাঁ যশোর নয় স্বাধীন ভারতের ২৪ পরগনার অন্তর্ভুক্ত করা হলো। এর পরদিন অর্থাৎ ১৮ আগস্ট সকালে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলা হয় । সেই দিনটিকে স্মরণ করে আজও বনগাঁ আদালত চত্বরে ১৮ আগস্ট আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলেন বনগাঁ আদালতের আইনজীবীরা।

বনগাঁ ল ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস এ সম্পর্কে বলেন, বনগাঁর ইতিহাসে এমন একটি দিনকে আমরা স্মরণ করতে পেরে নিজেরা গর্বিত হই। আর তাই প্রতি বছর একইরকমভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয় । আজও এই অনুষ্ঠানের জন্য আদালত চত্বরে হাজির হয়েছেন আইনজীবী সহ স্থানীয় মানুষ।

আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন এদিনটার কথা প্রথমে স্কুলে পড়ার সময় মাষ্টার মহাশয়ের কাছে জেনেছিলাম তারপর কলেজ পেরিয়ে আজ আইনজীবীর পেশায় এসে নবীন প্রবীনদের মাঝখানে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করার সময় যে আনন্দ পাই তা ভাষায় প্রকাশ করতে পারবনা ৷ এদিন সকাল ১১: 00মিনিটে পতাকা উত্তোলনের পর মিষ্টি বিতরণ করার ব্যবস্থাও হয়েছে৷

Previous articleTerrorists Arrested: আল কায়দার শাখা সংগঠনের দুই জঙ্গি গ্রেফতার শাসনে
Next articleSuicide : কলকাতার হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আত্মঘাতী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here