10 Lakh jobs in central government: দেড় বছরে ১০ লক্ষ কর্মী নিয়োগ করবে কেন্দ্র!সরকারি দফতরগুলিকে নির্দেশ মোদীর

0
501

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী দেড় বছরে দেশজুড়ে ১০ লক্ষ কর্মসংস্থান হবে, সরকারি দফতরগুলিকে তেমনটাই নির্দেশ দিয়েছেন। তাঁর অফিস থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে অন্তত দশ লক্ষ নিয়োগ করতে চলেছে মোদী সরকার৷ এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটারেই এই তথ্য জানানো হয়েছে৷


সম্প্রতি কেন্দ্র সরকারের সমস্ত দফতর এবং মন্ত্রকে মানব সম্পদ পর্যালোচনা করা হয়। তারপরেই ১০ লক্ষ কর্মসংস্থানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী জমানায় কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে বিরোধীরা বরাবরই সরব।

তাদের বক্তব্য, দেশে বেকারত্বে হার দিন দিন বাড়ছে, অর্থনৈতিক অগ্রগতিও থমকে আছে। কেন্দ্র সরকারের বিভিন্ন দফতরে প্রচুর শূন্যপদ রয়েছে বলে অভিযোগ, যেখানে বছরের পর বছর ধরে কোনও নিয়োগ হচ্ছে না। বেকারত্ব নিয়ে বিরোধীদের সেই আক্রমণের মাঝেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পিএমও অফিস থেকে টুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা। ‘মিশন মোডে’ এই ১০ লাখ চাকরিতে নিয়োগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ কোনও ঢিলেমি নয়, অবিলম্বে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নরেন্দ্র মোদী সরকারের আমলে বার বারই বেকারত্ব বৃদ্ধির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস সহ  বিরোধী দলগুলি৷ পাশাপাশি বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরেও দেশে ও দেশের বাইরে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে দশ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা যে সরকারের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল করবে, তা বলার অপেক্ষা রাখে না৷

Previous articleTerrorist Killed: ‌অমরনাথ যাত্রায় হামলার চেষ্টা, ২ জঙ্গিকে খতম করে ছক বানচাল
Next articleMonsoon : বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে,বৃষ্টি কবে থেকে জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here