
1.5 Ton Air Conditioner- ৮ ঘণ্টা চলার পর 1.5 Ton LG Inverter AC- র খরচ দাঁড়াতে পারে ৩.৩-৪ ইউনিট। আমরা যে হিসেব দিলাম তা কিন্তু Latest Technology-র Ac এর নিরিখে। কিন্তু পুরনো AC ২০০০-২৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করতে পারে।
মার্চ মাসের ১১ তারিখ। অর্থাৎ, দোল কাটলেই এবার গরম পড়ার পালা। আর এখন যা গরম পড়ে তাতে বাড়িতে বাড়িতে এসি যেন রক্ষাকর্তা! তবে মনে রাখবেন, এসি কিন্তু গরম থেকে রেহাইয়ের সমাধান নয়। গাছের কোনও বিকল্প নেই।

প্রকৃতিকে রক্ষায় গাছের অবদান নিয়ে সচেতনামূলক প্রচার দরকার। তবে অনেকেই মনে করেন, এসি এখন আর লাক্সারি নয় প্রয়োজন। এই প্রতিবেদন তাঁদের জন্য। অনেকের বাড়িতেই এখন দেড় টন এসি চলে। অনেকেই এসি চললে কত বিল আসবে তা নিয়ে চিন্তায় থাকেন।
ঘর কতটা বড়, তার উপর নির্ভর করে কিনতে হয় এসি। ঘরের আকার বড় হলে অবশ্যই দেড় টন এসি কেনা উচিত। এসি কিনে ফেললেই তো আর হল না। বিদ্যুতের বিল নিয়ে চিন্তাটা সব থেকে বেশি। তাই অনেকেই এসি কেনার আগে ২ বার ভাবেন।


অনেকের বাড়িতে এসি থাকলেও এই গরমে সারা রাত চালান না। কারণ ওই একই। বিদ্যুতের বিল যদি বেশি আসে! আপনাদের একটি সহজ হিসেবের ব্যাপারে বলব। একটি দেড় টন এসি রোজ ৮ ঘণ্টা চললে মাসের শেষে কত টাকা বিল আসতে পারে!

ধরা যাক, আপনি Inverter technology- র ১.৫ টনের LG AC একটানা ৮ ঘণ্টা ব্যবহার করবেন রোজ। Inverter দেড় টন LG AC ৮০% energy consume option- এ প্রথম এক ঘণ্টায় ৭০০ ওয়াট-এর মতো বিদ্যুৎ খরচ করবে। এর পর ৪ ঘণ্টা ৫০০ ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করে। এরপর ৩ ঘণ্টা ২০০ ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করবে। তবে এটা বাইরের তাপমাত্রার উপর নির্ভর করবে। আমরা গড় হিসেব দিলাম।

অর্থাৎ ৮ ঘণ্টা চলার পর 1.5 Ton LG Inverter AC- র খরচ দাঁড়াতে পারে ৩.৩-৪ ইউনিট। আমরা যে হিসেব দিলাম তা কিন্তু Latest Technology-র Ac এর নিরিখে। কিন্তু পুরনো AC ২০০০-২৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করতে পারে। তাই সেই এসি বিদ্যুৎ খরচ অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে টানা ৮ ঘণ্টা এসি চালালে খরচ হতে পারে প্রায় ২০ ইউনিট।

অর্থাৎ এই গরমে আপনি ৮ ঘণ্টা এসি চালিয়ে রোজ ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচের হিসেব ধরতে পারেন। এবার আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট কত টাকা করে তার উপর হিসেব করে নিতে পারেন।