‘‌শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে প্রধানমন্ত্রীকে’‌, চীন ইস্যুতে মোদীর উদ্দেশ্যে মনমোহন

0
1081

দেশের সময় ওয়েবডেস্কঃগালওয়ান উপত্যকা কান্ড এবং তার পরবর্তী ঘটনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদদীকে একহাত নিলেন তাঁর পূর্বসূরি মনমোহন সিং। চীন ভারতের ভূমি অবৈধভাবে দাবি করার বিরুদ্ধে ভারতবাসীকে একজোট হতে আবেদন করে সোমবার বিবৃতি দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন,  ‘‌কেন্দ্রের সিদ্ধান্ত এবং পদক্ষেপের ফল নির্ভর করবে ভবিষ্যত প্রজন্ম আমাদের কীভাবে জানবে তার উপর। যারা আমাদের এই কাজের ভার দিয়েছে এটা তাদেরই কর্তব্য। এবং আমাদের মতো গণতান্ত্রিক দেশে এই দায়িত্ব প্রধানমন্ত্রীর অফিসের। প্রধানমন্ত্রীর উচিত সবসময় শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকা এবং আমাদের দেশের নিরাপত্তা, আঞ্চলিক স্বার্থ এবং কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া।’‌

গত ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সেনাবাহিনীর হাতাহাতি হয়। শহিদ হন ২০জন জওয়ান। তারপর কখনও বিদেশ মন্ত্রক, কখনও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছিল, গত ১৯ তারিখ সর্বদল বৈঠকে মোদীর মন্তব্য তার সম্পূর্ণ বিপরীত হয়। তা নিয়ে বিরোধীরা এবং কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হতে মোদির সাহায্যে নামে প্রধানমন্ত্রীর দপ্তর। কিন্তু চিঁড়ে ভেজেনি।

সেই ইস্যুতেই দেশবাসীর কাছে লাদাখের প্রকৃত অবস্থা তুলে ধরার পরামর্শ মোদীকে দিয়েছেন মনমোহন। মার্জিত অথচ দৃঢ় ভাষায় তিনি বলেছেন, ‘‌আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই যে ভুল তথ্য কূটনীতি এবং নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না। শরিকদের স্তুতিভরা মিথ্যা বাক্যে সত্যকে চাপা দেওয়া যায় না।’‌

এদিনের বিবৃতিতে মনমোহন আরও বলেছেন, ‘‌গালওয়ান উপত্যকা এবং প্যাংগং সো হ্রদের মতো স্থানকে চীন জোর করে ভারতীয় ভূখন্ডকে নিজেদের বলে দাবি করছে এবং সেখানে ঢুকে পড়েছে এবছরের এপ্রিল থেকেই।’‌ ভারতীয়রা যে কোনওভাবেই নিজেদের ভূমি ছেড়ে দেবে না এবং চীনের বাহুবলের কাছে মাথা নোয়াবে না তাও নিজের বিবৃতিতে স্পষ্ট করেছেন এই দুঁদে রাজনীতিবিদ।     

Previous articleচিনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার কোনও নির্দেশ দেয়নি কেন্দ্র
Next articleলাদাখে নিহত তাদের কমান্ডিং অফিসার, গালওয়ান বৈঠকে মানল বেজিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here