দেশেরসময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন। ৫৬-তে পড়লেন তিনি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য মন্ত্রী ও নেতারাও। পাশাপাশি বলিউডের কঙ্গনা রানাওয়াত, কৈলাস খেরের মতো ব্যক্তিত্বও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে লিখেছেন, ‘শ্রী অমিত শাহ জি-কে জন্মদিনের শুভেচ্ছা। ভারতের উন্নতিতে তাঁর একাগ্রতা ও দক্ষতার সাক্ষী আমাদের দেশ। বিজেপিকে শক্তিশালী করতে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন। ভারতের সেবায় তিনি আরও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হোন।’
Birthday wishes to Shri @AmitShah Ji. Our nation is witnessing the dedication and excellence with which he is contributing towards India’s progress. His efforts to make BJP stronger are also noteworthy. May God bless him with a long and healthy life in service of India.
— Narendra Modi (@narendramodi) October 22, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্যাবিনেটে আমাদের সাথী শ্রী অমিত শাহকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। দেশের সুরক্ষা নিশ্চিত করতে তিনি মনোযোগ দিয়ে কাজ করছেন। তাঁর ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা অপরিসীম। তাঁর দীর্ঘায়ু কামনা করি।’
केंद्रीय गृहमंत्री और कैबिनेट में हमारे साथी श्री @AmitShah को जन्मदिन की हार्दिक बधाई एवं शुभकामनाएँ।वे देश की आंतरिक सुरक्षा को मज़बूती देने में पूरे मनोयोग से काम कर रहे हैं। अपनी दृढ़ इच्छाशक्ति और कर्मठता के लिए विख्यात अमितभाई दीर्घायु हों और उनका स्वास्थ्य हमेशा उत्तम रहे।
— Rajnath Singh (@rajnathsingh) October 22, 2020
এ ছাড়াও অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী রবিশংকর প্রসাদ, হরদ্বীপ সিং পুরী ও অন্যান্য নেতারা। বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অমিত শাহকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে লিখেছেন, ‘সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে শুভ জন্মদিন জানাই। আমাদের দেশ ভাগ্যবান যে আপনার মতো নিষ্ঠাবান নেতা পেয়েছে। যিনি এক মনে দেশের কল্যাণে কাজ করে চলেছেন।’
Honourable Home Minister sir wishing you a very happy birthday, we are a very fortunate nation to have a passionate and dedicated leader like you who works for the well fare of this nation with single minded focus #HBDayAmitShah @AmitShah pic.twitter.com/h7wP4b0P9S
— Kangana Ranaut (@KanganaTeam) October 22, 2020
অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের গায়ক কৈলাস খেরও।
जब बात हो देश की
— Kailash Kher (@Kailashkher) October 22, 2020
परवाह नहीं शेष की
मुम्बई के एक समृद्ध उद्यमी परिवार में जन्मे, स्वयं स्वावलंबी,सक्षम,राजनीति में @narendramodi से मिले बस हो गये समर्पित देश को.चाणक्य बुद्धि,संस्कृत व संगीत के कुशल ज्ञाता @AmitShah जन्म दिन की अनन्त शुभकामनायें. #HappyBirthdayAmitShah pic.twitter.com/ewdKyh57iQ
১৯৬৪ সালে মুম্বইতে জন্ম অমিত শাহের। অল্প বয়স থেকেই RSS-এর সঙ্গে যুক্ত তিনি। গুজরাতে বহু বছর স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালে বিজেপির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশে পরের পর নির্বাচনী সাফল্য পেয়েছে গেরুয়া শিবির।তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার কথা মাথায় রেখে বর্তমান রাজনীতিতে চাণক্য বলে অভিহীত করা হয় তাঁকে।