

কলকাতা : সিনেমা, হাসি, ঠাট্টা, আড্ডা গানে জমে উঠল সপ্তাহান্তের নন্দন চত্বর। দেশের সময়ের ক্যামেরায় ধরা পড়ল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সিনেমাপ্রেমী মানুষের ভিড়। সিনে আড্ডার স্টেজে সপ্তাহান্তের সন্ধ্যায় গান, গল্প, কবিতা আর গীটারের সুরে মানুষের মন মজালেন শিল্পী কবির সুমন সহ আরও অনেকে। শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে ঋত্বিক ঘটক, প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত রিচার্ড বার্টন প্রমুখের জীবনীমূলক চিত্রপ্রদর্শনীগুলিতেও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

৬ নভেম্বর সন্ধ্যায় ধনধান্য অডিটোরিয়ামে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা হয়। সুচনা পর্বেই মুখ্যমন্ত্রীর গানের কম্পোজিশানে নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলির ডান্স ট্রুপ। উৎসব মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে হাতে প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সন্মান প্রদান করেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেন গৌতম ঘোষ, প্রসেঞ্জিত চট্টপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি, সুজয় ঘোষ, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চট্টপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের বিশেষ জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। উদ্বোধনী ছবি হিসেবে এদিন প্রদর্শিত হয় পরিচালক অজয় কর পরিচালিত সপ্তপদী।

নন্দন ১, ২, ৩, শিশিরমঞ্চ, বাংলা একাদেমি, রাধাস্টুডিও, নজরুল তীর্থ, বিনোদিনী, রবীন্দ্র ওকাকুরা ভবন সহ শহর জুড়ে কলকাতার প্রায় ২০ টি প্রেক্ষাগৃহে ৩৯ টি দেশের মোট ২১৫ টি ছবি দেখানো হবে।

ছবি ছাড়াও এই চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে প্রতিবছরের মতন এবছরেও বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, সিনে আড্ডা, মাস্টার ক্লাস, গানে গানে সিনেমা, প্রদর্শনী থাকছে। দেখুন ভিডিও

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পরিচালক রমেশ সিপ্পি দেশের সময়কে জানান তিনি কলকাতায় এসে খুবই আনন্দিত। কলকাতায় তিনি ভবিষ্যতে কোলাবরেশনের মাধ্যমে বাংলা ছবি তৈরিতে বিশেষভাবে আগ্রহী।

পরিচালক সুজয় ঘোষ জানান কলকাতা তার নিজের শহর, তাই এখানে এই চলচ্চিত্র উৎসবে আসতে পেরে বেশ খুশী। এখন তিনি নিজের শহরেই কাহানী’২র পরবর্তী পর্বের কাজে ব্যস্ত।

সাতদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ৭ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত। এবারের ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যাগ লাইন হল ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’।



