দেশের সময় , বনগাঁ: কাজের শেষে রাতে বাড়ি ফিরে নিজের টোটো রিক্সার মধ্যে একটি ব্যাগ পড়ে রয়েছে দেখতে পান বনগাঁর দেবগড়ের বাসিন্দা সমীর ঘোষ৷
ব্যাগের মধ্যে প্রচুর টাকা রয়েছে দেখেই সমীর বাবু তাঁদের বনগাঁ নিমতলা টোটো ইউনিয়নে ফোন করে জানান যে, তাঁর টোটোর মধ্যে থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে এবং তাতে টাকাও রয়েছে। এই অবস্থায় ব্যাগটি তিনি এখন কি করবেন,এরপর ওই ইউনিয়নের পক্ষ্ থেকে সমির বাবুকে পরামর্শ দেওয়া হয়, বনগাঁ থানার সঙ্গে যোগাযোগ করার জন্য ।সেই মতো তখনই ব্যাগসহ টোটো নিয়ে বনগাঁ থানায় হাজির হন টোটো চালক সমীর ঘোষ।
সমীর বাবুর কথায়,মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি টোটো নিয়ে যাত্রী তোলার উদ্দেশ্যে বনগাঁর রাখালদাস সেতুর কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তিন জন যাত্রী তাঁদের বেশ কয়েকটি লাগেজ নিয়ে তাঁর টোটো রিক্সায় চেপে বসেন। ওই যাত্রীদেরকে তিনি রেল বাজার এলাকায় পৌঁছে দেন। এবং সেখান থেকে ফের বাটার মোড় ঘুড়ে সেদিনের মতো কাজের শেষে তিনি দেবগড়ের বাড়িতে ফিরে যান। অন্যান্যদিনের মত টোটোটিকে প্লাস্টিকে ঢাকার সময় পাশে দাঁড়িয়ে থাকা তাঁর ছেলে লক্ষ্য করেন যে, টোটোর মধ্যে একটি ব্যাগ পড়ে রয়েছে। তারপরই ইউনিয়নের পরামর্শ অনুযায়ী বনগাঁ থানায় গিয়ে ওই ব্যাগের মধ্যে থাকা ২০ হাজার টাকা সহ অন্যান্য সমস্ত সামগ্রী ব্যাগের মালিক গোপালসেনকে ফিরিয়ে দেন৷
টোটো যাত্রী গোপাল সেনের কথায়,, এদিন তাঁরা কেনাকাটার উদ্দেশ্যে বাজারে বেরিয়েছিলেন। কেনাকাটা সেরে টোটোতে করে রেল বাজারের বাড়িতে ফেরেন। টোটো থেকে সমস্ত ব্যাগ নামানো হলেও ভুলক্রমে একটি ব্যাগ না নিয়েই তাঁরা নেমে চলে যান। সেই ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা এবং অন্যান্য জিনিস ছিল। তাঁর খোয়া যাওয়া ব্যাগের সন্ধান পেতে এদিনই স্টেশন রোড টোটো ইউনিয়নের পাশাপাশি বনগাঁ থানাতেও বিষয়টি জানান। আর তার কিছুক্ষণ পরই তাঁকে ফোন করে বলেন যে, তাঁর ব্যাগটির সন্ধান পাওয়া গেছে। বনগাঁ থানায় এসে ব্যাগটি ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয় সেই মতো মঙ্গলবার রার ১০টা নাগাদ টোটো চালক সমীর ঘোষ বাবু তাঁর হাতে ২০ হাজার টাকা সহ গুরুত্বপূর্ণ সমস্ত জিনিস তুলেদেন। গোপাল বাবু বলেন সমীর বাবুর মতো মানুষরাই আমাদের বনগাঁ শহরের সততার প্রতীক।
মতিগঞ্জের এক টোটো চালক গৌরাঙ্গ দাস বলেন সমীর বাবুর সততায় আমরা বনগাঁর সমস্ত টোটো চালকেরা খুশি এবং গর্বিত বোধ করছি৷