১৮ বছরের নিচে মোবাইল ব্যবহার নিষিদ্ধ,‌গুজরাটের মেহসানার লিচগ্রামে!জানতে পড়ুন

0
793

দেশের সময় ওয়েবডেস্কঃ মোবাইল ফোন ছাড়া যেখানে এক সেকেন্ডও চলতে পারে না তরুণ–তরুণীরা। সেখানে গুজরাটের এই গ্রামে ১৮ বছর না হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।
গুজরাটের মেহসানা অঞ্চলের গ্রাম প্রধানের কড়া নির্দেশ।

১৮ বছর না হলে মোবাইল ব্যবহার করা যাবে না। গ্রাম প্রধানের এই নির্দেশ অক্ষরে–অক্ষরে পালন করেন বাসিন্দারা। গ্রাম প্রধান মনে করেন, নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই মোবাইল ফোন। গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেলের যুক্তি, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে যুবা মনে বিরক্তি, হতাশা তৈরি হয়। যা তাঁদের বাস্তব জীবন থেকে আলাদা করে দেয়।

তাই এই সমস্যার সমাধানে মেহসানার লিচ গ্রামে ১৮ বছরের নিচে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বৈঠকে বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেল। এই সিদ্ধান্তের বিরোধিতা কেউ করেননি। এই নিয়ম কার্যকর হওয়ার পর প্রথমদিকে সমস্যায় পড়েছিল তরুণ–তরুণীরা। কিন্তু এখন তা অভ্যাস হয়ে গেছে। এমনকি এই গ্রামের অনেক ব্যক্তিও মোবাইল ফোন ব্যবহার করেন না।

Previous articleমোটরবাইকে ছুটে এসে যুবককে কুপিয়ে খুন করল মহিলা!কেন?
Next articleগগনচুম্বী স্বপ্নপূরণে অদম্য ইচ্ছা শক্তির সামনে পরাজয় স্বীকার দারিদ্রের  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here