দেশের সময় ওয়েবডেস্কঃ ফের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার মহারাষ্ট্রের আহমেদনগর। একই কোভিড হাসপাতালের আইসিইউতে আগুন লেগে পুড়ে মৃত্যু হল ১০ জন কোভিড আক্রান্ত রোগীর। এক জন রোগী গুরুতর জখম।
জানা গিয়েছে, এই হাসপাতালের নির্দিষ্ট একটি ওয়ার্ড কোভিড রোগীদের চিকিৎসার জন্য ছিল। সেখানেই এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে। এয়ার কন্ডিশন মেশিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই কোভিড ওয়ার্ডে মোট ১৭ জন রোগী ভর্তি ছিলেন। বাকিদের ইতিমধ্যেই পাশের একটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আহমেদ নগরের বিধায়ক তথা এনসিপি নেতা সংগ্রাম জগতপ বলেছেন, কী কারণে হাসপাতালে আগুন লাগল তার তদন্ত করা হবে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা এই ঘটনায় মারা গিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। আক্রান্তের সংখ্যা গতকালের থেকে কিছুটা কমেছে। নতুন করে সংক্রমণের পাশাপাশি দেশে অ্য়াক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৫০৯ জন।