হাবরায় গানের আসরেই তরুণীর মাথায় ভেঙে পড়ল আস্ত নারকেল গাছ! মৃত্যু মহিলা সঙ্গীত শিল্পীর

0
876

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের দুপুরে ছুটি কাটাতে গিয়েছিলেন সকলে মিলে। কিন্তু কাল হল সেটাই। গানের আসরেই মাথায় ভেঙে পরল একটা আস্ত গাছ, ঘটনাস্থলেই মৃত্যু হল তরুণী শিল্পীর।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত যশুর ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম সৌমিতা দাস চৌধুরী (‌২২)‌। পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি বেলঘরিয়ায়। হাবড়ায় তরুণ কিছু সঙ্গীতশিল্পী এদিন ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই দলেই ছিলেন সৌমিতাও। গানের আসর বসেছিল।

জানা যাচ্ছে, সৌমিতা যেখানে বসেছিলেন, তার ঠিক পিছনেই ছিল একটি নারকেল গাছ। গানের আসর চলাকালীন হঠাৎই সেই গাছ হুড়মুড় করে ভেঙে পড়ে বলে খবর। তাতেই চাপা পড়েন সৌমিতা। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন তড়িঘড়ি তাঁরা সৌমিতাকে ধরাধরি করে নিয়ে যান হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে বেলঘরিয়াতেও। সেখানে তরুণ প্রতিভার অপমৃত্যু মেনে নিতে পারছেন না বাসিন্দারাও। ঠিক কীভাবে এমনটা হল তা খতিয়ে দেখছে হাবরা থানার পুলিশ।

Previous articleআট দিন পর মধ্যরাতে ফেসবুক থেকে সরল তৃণমূলের সেই তালিকা
Next articleMamata Banerjee: সোমে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা , একাধিক কর্মসূচি সেরে বৃহস্পতিবারই কলকাতা ফিরছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here