দেশের সময়, হাবরা: জলমগ্ন উত্তর ২৪পরগনার হাবরা ১ নম্বর ব্লকের ৯ টি গ্রাম রবিবার পরিদর্শন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন এই গ্রামগুলির ৫৬ টি পরিবার জলমগ্ন তাদেরকে উঁচু জায়গায় থাকার ব্যবস্থা করার পাশাপাশি ত্রিপল এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন খাদ্যমন্ত্রী৷
পরবর্তীতে তাদের সরকারি ঘর করে দেয়ারও আশ্বাস দিলেন তিনি৷ খাদ্য মন্ত্রীর আশ্বাসে খুশি দূর্গতরা। তাঁদের কথায়, এই প্রথম কোনও মন্ত্রী জল ভেঙে তাদেরকে দেখতে এলেন। এদিন খাদ্যমন্ত্রী দূর্গত মানুষদের মধ্যে মাস্কও বিলি করেন।
হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়া পঞ্চায়েতের বাঘাডাঙা, রুদ্রপুর, মাকালতলা,ফরমেনিয়া, ভারতীনগর কলোনী সহ বেশ কিছু এলাকা প্রতিবছরই বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রায় এক মাস ধরে এই ব্লকের ৯ টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। এদিন এলাকা পরিদর্শন করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, বাম জমানায় ৪২ লক্ষ টাকা ব্যয় করে টিপির বাঁধ এবং পার্ক তৈরি করা হয়। আর তার কারণেই প্রতিবছর বর্ষায় হাবরা গোবরডাঙ্গা গাইঘাটা স্বরূপনগর প্রভৃতি এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে।
এলাকার মানুষকে মুক্তি দিতে এই বাঁধ এবং পার্ক ভেঙে দিয়ে ইছামতি এবং যমুনা নদীকে মিলিয়ে দিয়ে এই দুই নদীর জল যাতে রায়মঙ্গল নদীতে গিয়ে পড়ে। সেখান থেকে সেই জল যাতে সমুদ্রের দিকে চলে যায়, তার ব্যবস্থা করা হবে। এর জন্য মঙ্গলবার সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসবেন খাদ্যমন্ত্রী।