হাবড়ায় প্রেমিকার গলা কেটে আত্মঘাতী প্রেমিক

0
757

দেশের সময় ওয়েবডেস্কঃ পরকীয়া সম্পর্কের জের। গৃহবধূকে গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা, নিজের গলায় ছুরি চালিয়ে পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। ঘটনাটি হাবড়া থানার দক্ষিণ হাবড়া পল্লীবার্তা রোড এলাকায়।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে মিঠু দাস ৪৫ দাদা সুব্রত রায়ের কাছে পাশে একটি ঘরে একাই থাকতো। মেয়ের বিয়ে দেবার পর একাধিক অবৈর্ধ সম্পর্কে জড়িয়ে পরে মিঠু এমনটাই দাবী প্রতিবেশী দের। পেশায় মিঠু আয়ার কাজ করতো বলে জানা গেছে। রবিবার সকাল সাতটা নাগাদ হটাৎ মিঠু চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে,, বাইরে বেরিয়ে আসে রক্তাক্ত অবস্থায় সাথে সাথে

হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মিঠুকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। পরে হাবড়া থানার পুলিশ গিয়ে মিঠুর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে। মৃত ব্যক্তির পকেট থেকে আই কার্ড থেকে নাম জানা গেছে সুখেন ধর ৫০ বাড়ি খরদা থানার রুইয়া এলাকায়।মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারনা সুখেন মিঠুকে খুন করার চেষ্টা করে মিঠু পালিয়ে গেলে নিজের গলায় ছুরি চালিয়ে নিজে আত্মহত্যা করে। রবিবার মৃত দেহের ময়নাতদন্ত করা হবে। এলাকাবাসী দের দাবী একাধিক সম্পর্কে লিপ্ত ছিল মিঠু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

Previous articleবাংলায় কবে কোথায় ভোট, বেনজির ঘটনা,৭দফায় ভোট
Next articleকড়া নজরে এবার বাংলায় ভোট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here