স্কুটি -ট্রলারের সংঘর্ষে বনগাঁ চাকদহ রোডে মৃত্যু তিন যাত্রীর

0
1089

দীপ বিশ্বাস,দেশের সময়: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রলারের সাথে সজোড়ে ধাক্কা দেয় একটিস্কুটি৷ এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে স্কুটিতে থাকা তিন যাত্রীর। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত মেদিয়া বাজার এলাকায়৷দুর্ঘটনায় মৃত সৌমেন প্রামাণিক, রঞ্জন পোদ্দার ও মিহির মজুমদার৷

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক সৌমেন ও রঞ্জন এর বাড়ি মেদিয়া বাজার এলাকায়, অপর যুবক মিহিরের বাড়ি স্থানীয় গণেশপুরে, পুলিশ সূত্রে জানাগেছে চাকদহের দিক থেকে তিন যুবক একটি স্কুটিতে আসার সময় বনগাঁর দিক থেকে চাকদা অভিমুখে যাওয়া ট্রলার টি মেদিয়া বাজার এর কাছে পার্কিং করছিল, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী স্কুটিতে থাকা যুবকেরা সজোরে এসে ট্রলারের মুখোমুখি ধাক্কা মারলে স্কুটিটি দুমড়ে মুচড়ে যায় এবং রাস্তার উপরেই ছিটকে পড়ে তিন যুবক।

খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে ,সেখানে আনার পর চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন৷

Previous articleকরোনা রুখতে স্থগিত মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের যাত্রা
Next articleবনগাঁ হাসপাতাল থেকে বেলেঘাটার উদ্দেশ্যে রওনা দিল করোনা আক্রান্ত সন্দেহের রোগী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here