সেনা দিবসে রক্ত দান করলেন ২৫০ জন যুবক

0
880

দেবাশীষ মন্ডল, মছলন্দপুর– সেনা দিবসে সেনাকর্মী দেরকে শ্রদ্ধা জানাতে মছলন্দপুরের একদল যুবক নানা অনুষ্টানের মধ্য দিয়ে পালন করলেন দিনটি। রক্তদানের পাশাপাশি দুস্থঃ মানুষের হাতে ৫০০ কম্বল তুলে দিলেন। সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্টানের মঞ্চে প্রাক্তন সেনাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সকালে শিশুদের ছবি আঁকার মাধ্যামে সুচনা হয় অনুষ্টানের।এই অনুষ্টানের মূল উদ্যোক্তা ছিলেন অমিয় দে । যিনি দীর্ঘদিন ধরে দুস্থঃছেলে -মেয়ে দের প্রশিক্ষন দিচ্ছেন সেনাবাহিনীতে যোগদানের জন্য। বিবেকানন্দ আবাসিক কোচিং সেন্টারের ছেলেরা এই অনুষ্টানের আয়োজন করেন৷ যার প্রধান উদ্যোগক্তা অমিয় দে। তিনি জানান সেনাকর্মীদের সন্মান জানাতে পেরে খুবই ভালো লাগছে। প্রাক্তন সেনাকর্মী পরিমল বিশ্বাস জানান জীবনের শেষ লগ্নে এসে সেনা দিবসে এই রকম সন্মান পাব ভাবতে পারিনি।

Previous articleসংক্রান্তির দিনই বড় ধাক্কা বিজেপির,এখনই এই রাজ্যে রথযাত্রা ‘না’ সুপ্রিম কোর্টের
Next articleসিমলা টু মানালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here